1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হালদা নদীর শাখা খালে ৩৭ কেজির মৃত ডলফিন উদ্ধার রাউজান বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-প্রত্যাহারের দাবিতে পৌর জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল চুয়েট ও সিএনআরডি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী’র ৩৭তম ওরশ শরীফের প্রস্তুতি সভা রাউজানে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে মিছিল ও সমাবেশ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার মাহফিল দেশের সর্বোচ্চ ১১০ বছর বয়স্ক শামসু উদ্দিন সওদাগরের ইন্তেকাল প্রতিবাদ সভায় সমাপনী বক্তব্যে দিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা সিসিইউতে ভর্তি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা  শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ বসতঘর।

রাউজানে সুলাল হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদ- আদালতের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ৮ বছর আগে কবিরাজ সুলাল চৌধুরী হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই রায়ে অপর এক আসামির যাবজ্জীবন কারাদ- এবং আরেকজনকে খালাস দেওয়া হয়। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। ৩ জুলাই বুধবার সকালে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অঞ্জন বিশ্বাস ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুদীপ কান্তি নাথ। ফাঁসির দ-প্রাপ্ত আসামীরা হলেন, রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পরিমল চৌধুরীর ছেলে মিঠু চৌধুরী ওরফে মিন্টু চৌধুরী (৪০), প্রয়াত সম্ভু চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩৮), প্রয়াত শাহ আলমের ছেলে এরশাদ হোসেন (৩৩), আবদুর রহমান চৌকিদারের ছেলে মো. দেলোয়ার (৩৭)। একই মামলার প্রয়াত ডা. পারেশ চৌধুরী সুল্লুর ছেলে সুদ্বীপ চৌধুরী ওরফে সঞ্জিত চৌধুরীকে যাবজ্জীবন এবং রিকশা চালক নুর মোহাম্মদের ছেলে মো. ইলিয়াছকে খালাস দিয়েছেন আদালত। ফাঁসির দ-প্রাপ্ত চার আসামীর মধ্যে কারাগারে রয়েছেন হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেন। বাকীরা পলাতক রয়েছেন। এছাড়া করাগারে রয়েছেন যাবজ্জীবন দ-প্রাপ্ত সুদ্বীপ চৌধুরী ওরফে সঞ্জিত চৌধুরী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম সুলাল চৌধুরী রাউজান উপজেলার আজাদী বাজারের যুগিরহাট চাউল বাজারে অভয়া উৎঘালয় নামে একটি ফার্মেসি চালাতেন এবং কবিরাজি পেশায় ছিলেন। ২০১৬ সালের ২৫ জুন রাত ৯টার দিকে ফার্মেসির কাজ শেষে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় রাউজান উপজেলার নোয়াজিষপুর-চিকদাইর সড়কের নীল কমল কবিরাজ বাড়ি সংলগ্ন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বাড়ির পশ্চিমের ব্রীজের পাশে পৌঁছালে দুষ্কৃতিকারীরা রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের ধীরেন্দ্র কবিরাজের ছেলে সুলাল চৌধুরীর গলায়, মাথায়, ঘাড়ে ও পিঠে উপর্যপুরী কুপিয়ে লাশ ব্রীজের পশ্চিমে রাস্তার উত্তর পাশে ডুবায় ফেলে পালিয়ে যায়। এরপর সুলাল চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী রাউজান থানায় এজাহার দেন। পুলিশের তদন্তে রিকশা চালককে গ্রেপ্তার পরবর্তীতে খুনিদের পরিচয় বেরিয়ে আসে। খালাস পেয়েছেন সেই রিকশা চালক ইলিয়াছ ওরফে ইলু। এদিকে পলতাক ফাঁসির আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত সুলাল চৌধুরী ছেলে সাগর চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুদীপ কান্তি নাথ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোট আসামি ছিল ছয়জন। তাদের মধ্যে একজনকে বিজ্ঞ আদালত খালাস, একজনকে যাবজ্জীবন দ- ও বাকি চারজনকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন।’ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘দীর্ঘ ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা করে আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। রায় প্রচার কালে আদালতে মৃত্যুদ-প্রাপ্ত চার আসামির মধ্যে একজন আদালতে উপস্থিত ছিল। বাকি তিনজন পলাতক আছে। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল। আদালত রায় প্রচার শেষে আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেল হাজতে প্রেরণ করে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট