দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান সংসদীয় আসনে নির্বাচনী মাঠ সরব রেখেছেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম। তিনি নির্বাচনী ট্রাক প্রতিক বরাদ্দ পেয়ে চষে বেড়াছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি মঙ্গলবার (২জানুয়ারি) ব্যান্ড পার্টি নিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা চালান। এসময় তিনি নির্ভয়ে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। ইতিমধ্যে তিনি উপজেলা সদর হয়ে পাহাড়তলী, কদলপুর, রাউজান ইউনিয়ন,নোয়াপাড়া ইউনিয়ন,পূর্বগুজরা, পশ্চিম গুজরা,উরকিরচর,বাগোয়ান ইউনিয়ন, বিনাজুরী ইউনিয়ন,গহিরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ট্রাক প্রতিক স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম বলেন, নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা আমার সাংবিধানিক অধিকার। রাউজানের মানুষ কি চাই তাহা জানার চেষ্টা করছি। নির্বাচিত হলে উন্নয়ন মূলক কাজে আমার পরিকল্পনা তুলে ধরছি।আমি নির্বাচিত হলে এ উপজেলার সেবক হিসাবে জনগনের পাশে থাকবো।
Leave a Reply