৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১০ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় পাহাড়তলী চৌমুহনী বাজারে সড়কের নাম ফলক উম্মোচন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদেও চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন সহ রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply