চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে ১৪০ লিটার পাহাড়ী চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৮ নভেম্বর বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযানে তাদের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইমাম গজ্জালী কলেজ ফটক থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুই মাদক ব্যবসায়ী হলেন হাটহাজারী নন্দীর হাটে বসবাসরত প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে মো. মাসুম হোসেন (৪২), রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মো. ইউসুফ নবীর ছেলে জাহেদুল ইসলাম (৩১)। পুলিশের দাবি, বৃহস্পতিবার ভোর ৪টা ১০ মিনিটের সময় জাহেদকে ২০ লিটার মদসহ গ্রেপ্তার করা হয়। আধঘন্টা পর ১২০ লিটার মদসহ মাসুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ হাটহাজারী ও ফটিকছড়ি থানার মাদক মামলার আসামী। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ১৪০ লিটার মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টে সোপর্দ করা হয়।
Leave a Reply