রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিজ উপজেলা আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নামে জমি কিনে প্রতিষ্ঠিত মোট ১৬টি কার্যালয়ের দলিল হস্তান্তর করেছেন। গতকাল বুধবার তিনি দলীয় নেত্রীর হাতে এসব দলিল ও ছবি এ্যালবাম হস্তান্তর করেন গণভবনে এক অনুষ্ঠান শেষে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি সুমন দে জানিয়েছেন উপজেলা,পৌরসভা ও ১৪টি ইউনিয়নের দলীয় কার্যালয় প্রতিটি চার থেকে ছয়তলা পর্যন্ত। এসব কার্যালয়ের ছবির এ্যালবাম তিনি দলিয় নেত্রীর হাতে তুলে দিয়ে কার্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য নেত্রীর কাছে তুলে ধরেছেন। একই সাথে তিনি রাউজানে প্রতিষ্ঠিত শেখ কামাল কমপ্লেক্স, পৌর এলাকায় নিমার্ণধীন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব প্রবীণ নিবাস, সায়মা ওয়াজেদ অটিজম সেন্টার প্রতিষ্ঠার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
Leave a Reply