চট্টগ্রামের কাপ্তাই মহাসড়ক দিয়ে পাবত্য এলাকা থেকে মাইক্রেবাস ভর্তি করে পাহাড়ী চোলাই মদ পাচারকালে দু”মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত দেড়টার দিকে দক্ষিণ রাউজান নোয়াপাড়া পথের হাটে পুলিশের চেক পোষ্টের সামনে পাবর্ত্য এলাকা থেকে আসা চট্টগ্রাম অভিমুখি চট্ট মেট্রো-৫১-০৫৬৯ নম্বরের নোহা মাইক্রেবাস আটক করা হয়। এসময় নোহা মাইক্রেবাসটি তল্লাসী চালিয়ে ১ হাজার লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লিচু বাগান রাজামিয়া চৌধুরীর বাড়ীর মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ জব্বার হোসেন (২৯), মাদক পাচারকারী কক্সবাজার জেলার ঝিলংঝা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হুরুলিয়া এলাকার মৃত এহসালুল হকের পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৪)। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরন করা হয়।
Leave a Reply