রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫জুন বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়, “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মামরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: সুমন ধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, বন কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুদার, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা ওবায়দুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করেন।
Leave a Reply