রাউজান উপজেলার হলদিয়া,ডাবুয়া,রাউজান, কদলপুর, পাহাড়তলী ইউনিয়ন ও রাউজান পৌরসভার পাহাড়ী এলাকায় বন বিভাগের মালিকানাধীন এক হাজার একর জমি রয়েছে।বন বিভাগের মালিকানাধীন জমির মধ্যে রাউজান ঢালার মুখ চেক পোষ্ট, ঢালার মুখ এলাকায় বন বিভাগের নার্সারী রয়েছে । অবশিষ্ট জমির মধ্যে গত ৫ বছরের মধ্যে সামাজিক বনায়ন করা হয়েছে।সামাজিক বনায়ন প্রকল্প ব্যতিত অবশিষ্ট বন বিভাগের জমি ও রয়েছে।বন বিভাগের মালিকানাধীন জমির ভুমি উন্নয়ন কর বাবদ ৪৪ লাখ ৫৫ হাজার টাকার চেক চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধিন ইছামতি রেঞ্জের রেঞ্জ অফিসার খসরুল আমিন,রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল প্রদান করেন। গতকাল ৬ নভেম্বর রবিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে এই টাকার চেক রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ও উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামের হাতে তুলে দেয়।
Leave a Reply