রাউজান উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরেশন থিয়েটারের উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুমন ধর, ডা. শান্তনু পালিত। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধনের মধ্য দিয়ে রাউজান আরো একদাপ এগিয়ে গেল। উপজেলার স্বাস্থ্য খাত আরো সমৃদ্ধ হলো।
Leave a Reply