
রাউজান এয়াছিন্নগরে ইটবাহী জিপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ জাবেদ আলম( ১৯) নামে মোটর বাইক চালক তরুন নিহত হয়েছে।বুধবার দুপুর ১২ টার দিকে এয়াছিন্নগর আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। নিহত বাইক চালক হলদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের ছালেহ আহমদ তালুকদার বাড়ীর মোঃ জাহেদের ছোট ভাই।সে তরুন আমির হাট থেকে এয়াছিনশাহ সড়ক হয়ে সেবা কোলার দিকে যাচ্ছিলেন। নিহতের এক বন্ধু আরিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে( ফেসবুকে) লিখেন মোঃ জাবেদ আলম আমার হৃদয়ে স্মরণ হয়ে থাকবেন।গতকাল মঙ্গলবার মহান ১০ই পৌষ পবিত্র খোশরোজ শরিফ উপলক্ষে দাওয়াত দিতে এসেছিল আমির হাট,তখন আমার সাথে দেখা হয় একসাথে নাস্তা ও করলাম, কিন্তু কেউ জানতাম না এভাবে পরপারে চলে যাবেন।
Leave a Reply