শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান (চট্টগ্রাম)
রাউজান খালের ভাঙনের মুখে পড়েছে রাউজান পৌর নয় নম্বর ওয়ার্ডের চৌধুরীর মার্কেট এলাকার হযরত শাহ সুন্দর আউলিয়া (রা:) জামে মসজিদ। এ ভাঙনে শাহ সুন্দর আউলিয়া জামে মসজিদ,শৌচাগার,অজুখানা, কবরস্থান ও সড়ক ঝুঁকিতে রয়েছে। শুক্রবার সরেজমিনে দেখা গেছে,রাউজান খালের ভাঙনে কোনো মতে বালুভর্তি বস্তা ও বাঁশসহ গাছের খুঁটি দিয়ে জঙ্গলা বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মসজিদের পাশে থাকা অজুখানা, শৌচাগার ঘেঁষে ভাঙন এসে ঠেকেছে। তবে ফাটল ধরেছে মসজিদের দেওয়াল ও অজুখানার দেওয়াল। তবে খালের তীব্র স্রোতের কারণে ভাঙনে যেকোনো সময় মসজিদটির ওজুখানা ও শৌচাগার খালের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। তাই ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার জুমার নামাজ শেষ মুসল্লীরা দাবি জানিয়ে বলেন, মসজিদের ভাঙন অংশটি দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের স্রোতে বিলীন হয়ে যেতে পারে মসজিদ, কবরস্থান, মসজিদের অজুখানাসহ শৌচাগার। রাউজানের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় শ্রমিক দল নেতা দিদারুল আলম এলাকাবাসীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙ্গন ঠেকাতে বাঁশের খুঁটি ভেড়া দিয়ে কোনো রকম ভাঙন অংশ ঠেকানোর চেষ্টা করেন। জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোঃ দিদারুল আলম তালুকদার বলেন, চলতি বর্ষা মৌসুমের আগে ভাঙন অংশে বেড়িবাঁধ নির্মাণ করা না হলে মসজিদটির অজুখানা ও শৌচাগার খালের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।স্থানীয় হেলাল উদ্দিন কোম্পানি বলেন, সম্প্রতি রাউজান খালের ভাঙনে আমাদের এলাকার হযরত শাহ্ সুন্দর (রা:) জামে মসজিদটি হুমকির মুখে রয়েছে। মসজিদটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
Leave a Reply