রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর জন্মদিন উপলক্ষ্যে রাউজানে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল দোয়া মাহফিল, এতিমদের খাওয়ার বিতাণ, অস্বচ্ছল রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান, হত দরিদ্রদের মাঝে চাউলল বিতরণ, ফ্রি ডাস্টবিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও প্রতিবন্ধিদের নানা উপহার সামগ্রী বিতরণ। গতকাল ১০ সেপ্টেম্বর রবিবার পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেনের উদ্দ্যোগে চাউল বিতরণ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান পক্ষ থেকে রোগীদের মাঝে অর্থ বিতরণ, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপুর পক্ষ থেকে খাওয়ার বিতরণ, কৃষক লীগ নেতা মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে এতিমদের খাওয়ার ও পৌরসভার পক্ষ থেকে ফ্রি ডাস্টবিন বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেন। মেয়রের জম্মদিনে কোন প্রকার কেক না কেটে মানবিক কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ। নিজের জম্মদিনে নানা কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র জমির উদ্দিন পারভেজ পৌর এলাকা বাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানি বলেন, আমার জম্মদিনে মানবিক কর্মসূচি পালন করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আপনাদের ভালবাসার প্রতিদান দেওয়ার মতো কিছুই নেই। আপনারা জানেন আমি বিগত ত্রিশ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে। আমি আত্ববিশ^াসী লোক, মানুষের কল্যাণে একজন সেবক হিসাবে পৌর বাসীর সেবাই নিয়োজিত থাকতে চাই। তিনি বলেন রাউজানের অভিবাবক এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে রাউজান পৌর সভাকে স্বপ্নের নগরী হিসাবে গড়ে তোলা হবে।
Leave a Reply