রাউজানে ১৯৯৬ সাল থেকে ২৫ লাখ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক পাশে ও সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় আরো একযোগে ১ লাখ ৮০ হাজার ফলদ গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। তার ধারাবাহিকতায় রাউজান পৌরসভার নয় নং ওয়ার্ডে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌনসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির প্রমুখ।
Leave a Reply