করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে রাউজানে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে রাউজান পৌরসভার উদ্যোগে পৌর এলাকা ভিত্তিক আবর্জনা সংগ্রহের জন্য পৌরসভারপরিচ্ছন্নতাকর্মীদের ১০টি পরিবেশ বান্ধব আধুনিক ভ্যানগাড়ি দেয়া হয়। রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় বসতবাড়ির আর্বজনা সংগ্রহ করবে পরিচ্ছন্নতাকর্মী। এজন্য ভ্যান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন,তা বাস্তবায়নে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌর এলাকায় এ কার্যক্রম চালু করেছি। বর্তমানে রাউজান একটি পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা। গৃহস্থালীর প্রতিদিনের ময়লা অপসারণ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের প্রতিদিনের ময়লা প্রতিদিন নিদিষ্ট একটি স্থানে ফেলতে হবে। সেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা সংগ্রহের গাড়ি করে নিয়ে আসবে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, আব্দুল কাদের মুন্না, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, আরমান সিকদার,ফয়সাল মাহমুদ,আরফাত হোসেন,ইকবাল হোসেন, নাছির উদ্দিন, আরফানুল ইসলাম আবির, বখতিয়ার, আকরাম আলী,নকিব সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply