আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্রগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে নৌকা মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে রাউজান পৌর ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবা সন্ধ্যায় চারাবটতল এলাকায় এই নির্বাচনী অফিস উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ৯ নম্বর ছাত্রলীগের সভাপতি আরমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, আওয়ামী লীগ নেতা হারুন রশিদ চৌধুরী টিপু, আহসান হাবিব চৌধুরী, মুছা আলম খাঁন,তসলিম উদ্দিন, আব্দুল লতিফ, মিজানুর রহমান, সেলিম উদ্দিন, যুবলীগ নেতা আবু ছালেক, সবুজ দে ভানু, নুরুল আলম, ছাত্র লীগ নেতা মনির তালুকদার,আসিফ, তারেক চৌধুরী, দেলোয়ার হোসাইন,রিয়াদ তালুকদার,দেবজিৎ দে প্রমুখ।
Leave a Reply