রাউজান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ নোয়াপাড়া নুরুল হক চেয়ারম্যান এর বাড়ি নিবাসী নিবাসী মোহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন। গত বুধবার দিবাগত রাতে তিনি একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল তার ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে রাউজান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিসের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার । এক বিবৃতিতে তিনি প্রয়াত বিএনপি নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply