চট্টগ্রামের রাউজানে চার প্রার্থীর জামানত বাজেয়েপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৭ শত ৯২ ভোট। তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করা স্বতন্ত্র প্রার্থী ট্্রাক প্রতিক পেয়েছেন মাত্র ৩ হাজার ১ শত ৫২ ভোট। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়। ৭ জানুয়ারী রবিবার সকাল ৮টা থেেেক ভোটগ্রহণ শুরু হয়। গহিরা কলেজ সেন্টারে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামীলীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুুরী, তার দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী। এদিকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অংগ্যাজাই মারমা। আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় জামানত হারিয়েছে এক স্বতন্ত্রপ্রার্থীসহ তিন প্রার্থী। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রবিবার সকাল থেকে নানা বয়সী নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাউজান মহিলা মাদরাসা কেন্দ্রে তিল ধারণের ঠাই ছিল না। ছিল ভোটাধিকার প্রয়োগ করতে আসা ভোটারদের উপছে পড়া ভীড়। অন্যদিকে পাহাড়তলী কেন্দ্রের সকাল বেলায় উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে ভোটার সংখ্যা।
ভোট কেন্দ্রেগুলো ঘুরে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অপর তিন প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী শফিকুল আলম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৬ শত ৪০ ভোট, চেয়ার প্রতীকের ইসলামীক ফ্রন্টপ্রার্থী স.ম জাফর উল্লাহ পেয়েছেন ১ হাজার ৯ শত ২৪ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীত প্রার্থী মোঃ ইয়াহিয়া জিয়া চৌধুরী পেয়েছেন ১ হাজার ১ শত ৪৩ ভোট। জামানত হারানো এসব প্রার্থী সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ৯৫টি কেন্দ্রে প্রত্যেক প্রার্থীর পালিং এজেন্ট তাদের স্ব স্ব দায়িত্ব পালন করেন। ভোটের মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ, আনসার ব্যাটালিয়ন, সেনাবাহিনী, বর্ডার গার্ডের সদস্যরা। ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ও গাড়ি নিয়ে টহল দিতে দেখা যায় তাদের। সকালে রাউজানের গহিরা কোতয়ালী ঘোনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফজুল হায়দার চৌধুরী রোটন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ খোরশেদ আলম। ভোট কেন্দ্র পরিদর্শন কালে দুপুর ১২ টার সময়ে হলদিয়া জানিপাথর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, অবাধ ও সুষ্ট শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন কার্যক্রম চলছে। রাউজানের রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, সুষ্ট ও শান্তিপুর্ণ পরিবেশে মহিলা ও পুরুষ লাইন ধরে ভোট কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য, চট্টগ্রাম-৬ রাউজান আসনে ৯৫টি ভোট কেন্দ্রে ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার। যাহা মোট ভোটারের ৭২.৭৮ শতাংশ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে।
Leave a Reply