প্রবীণ আওয়ামী লীগ নেতা রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ গোলাম কাদের চৌধুরীর স্মরণ সভায় বক্তারা বলেছেন গোলাম কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সহযোগিতা করেছিলেন। পরবর্তি তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হয়ে দলের কর্মকান্ডে অবদান রাখেন। ২১ অক্টোবর শুক্রবার সকালে ৭নম্বর রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ (বি.এ)। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান এম.শাহ আলম চৌধুরী, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, মরহুমের পুত্র মঈনুদ্দীন কাদের লাভলু, ফজলুল কাদের, আবদুর রহিম, ফোরকান চৌধুরী,সারজু মো. নাছের, জিল্লুর রহমান মাসুদ, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, প্রবাস বড়ুয়া প্রবেশ, সুমন কল্যাণ বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, এম. মাসুদুল আলম, এস.এম লিটন, জহির উদ্দিন মেম্বার, হাসান মো. রাশেদ, আবদুল আহমদ, হাজী শফি, জামাল উদ্দিন, আবদুর রশীদ, খোরশেদ আলম, এখতিয়ার উদ্দিন মেম্বার, নুর হোসেন দুলাল, সঞ্জীব দত্ত, অশোক বড়ুয়া, সাইফুল ইসলাম, জিয়াউদ্দিন, জসিম উদ্দিন, হাসান মুরাদ, ইকবাল হোসেন ইমন, এহসান জিসান,শাহাবুদ্দিন কাদের পেয়ারু। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নবীদুল ইসলাম। এতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply