চট্টগ্রামের রাউজান কলেজ মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। (৮সেপ্টেম্ব) শুক্রবার বিকালে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো: আলমগীর, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল্ হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। পৌর কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, কাজী ইকবাল, আলমগীর আলী, এড. সমীর দাশগুপ্ত, শওকত হাসান, জানে আলম জনি, এড. দিলীপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেন ডাবুয়া ইউনাইটেড ক্লাব ও ওয়াই কেবি ফ্রেন্ডশীপ ক্লাব। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, এ টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১ ভরি স্বর্ণসহ নানা পুরস্কার। রানার্স আপ যারা হবে তাদের দেয়া হবে আধা ভরি স্বর্ণসহ অন্যান্য পুরস্কার।
Leave a Reply