রাউজান আর আর এ সি সরকারী মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চার বিতরণ করেছের রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন। ১৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ডাকবাংলোতে দুই হাজার শিক্ষার্থীদের মাঝে দুইটি করে প্রায় চার হাজার বিভিন্ন জাতের ফলজ গাছের এ চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান আর আর এ সি সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ, শিক্ষক ইলিয়াছ আলী, যুবলীগ নেতা মোহাম্মদ বাবুল, জমির উদ্দিন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা। উল্লেখ্য যে, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে এই উপজেলার ৫ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অংশ হিসাবে সংসদ সদস্য থেকে প্রাপ্ত প্রায় চার হাজার চারা গাছ ছাত্র/ছাত্রীদের বাড়ির আঙ্গিনায় রোপন করতে বিতরণ করা হয়। চারা বিতরণ প্রসঙ্গে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজাদ হোসেন জানান, তার ওয়ার্ডে প্রায় ১০ হাজার বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে। এ ওয়ার্ডের প্রতিটি সড়কে চারা রোপন ছাড়াও ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এসব চারা রোপনের জন্য বিতরণ করা হয়।
Leave a Reply