চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডে মধ্যখানে রোপণ করা হচ্ছে কৃষ্ণচূড়া,জারুল, পলাশ,সোনালুসহ বিভিন্ন জাতের ফুলের গাছ। শনিবার বিকেলে রাঙামাটি মহাসড়কের রাউজান অংশে সর্ত্তারঘাটা থেকে রাউজানের শেষ সীমান্ত পর্যন্ত আইল্যান্ডে মধ্যখানে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমা।এসময় তিনি বলেন,, রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডে মধ্যখানে কৃষ্ণচূড়া, জারুল, পলাশ,সোনালু গাছ লাগানো হচ্ছে, যা রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে। রাউজান পৌরসভার সৌন্দর্যবর্ধনে হালদা নদী সর্ত্তারঘাট থেকে রাউজান শেষ রাঙ্গামাটি অংশ পর্যন্ত বিভিন্ন বৃক্ষ ও ফুলের চারা রোপণ এর পাশাপাশি নিয়মিত পরিচর্যা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকারি রাস্তা দখল করে যারা শাক সবজি ফলের চাষাবাদ করছেন তারা যেন তা দ্রুত সরিয়ে নেন জনসাধারণের নিরাপত্তায় ও স্বাস্থ্যঝুঁকি কথা চিন্তা করে এসব বন্ধ করার আহবান। টিম “মানুষ যে”কে সার্বিক ভাবে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।জানা যায়, পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নোন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “টিম মানুষ যে” সংগঠনের সদস্যরা। তারা জানান, এ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে কৃষ্ণচূড়া, জারুল, পলাশ,সোনালু,সহ বিভিন্ন জাতের প্রায় ৬০০ চারা রোপণ করা হয়েছে।এই গাছগুলো মহাসড়কের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক গড়ে তুলবে।স্থানীয় জনসাধারণ ও পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। টিম মানুষ যে সংগঠনের কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ বলেন, চট্টগ্রাম রাঙামাটি একটি বিনোদন ও পর্যটক এলাকা। এই রাঙামাটি পর্যটক কেন্দ্রগুলোতে বিনোদন জন্য চট্টগ্রাম- ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসেন। এমনকি মাঝে মধ্যে বিদেশী নাগরিকরাও আসেন। তাই রাউজান অংশে বিনোদনকারীদেন স্বাগত জানানোর জন্য এই চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডে কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির ফুলের গাছ রোপণ করা হচ্ছে। রাউজান অংশ সর্ত্তারঘাট থেকে ঢালাইমুখ পর্যন্ত সৌন্দয্য বর্ধন করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিম মানুষ যে সংগঠনের কর্মকর্তা মো: নুরুল ইসলাম নাহিদ,মো: রাশেদ উদ্দিন, ইমরান, পাভেল, আরিফ, জাহেদ,কামরুল,সজীব,প্রণতোষ,মানিক,জাবেদ,সাইফুল,আলম প্রমুখ।
Leave a Reply