রাউজানের গহিরা ইউনিয়নে সরকারের ভাতাভোগীদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় দলইনগর উচ্চ বিদ্যালয় মাঠে গহিরা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্তিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি তার বক্তৃতায় বলেছেন, কোনো শক্তি শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে না। আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। দেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াঁবে। গহিরা ইউপি চেয়ারম্যান নুরুল আবছারের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এডিশনাল এসপি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, কাজী মো.ইকবাল, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সি. সহ সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা বাবর উদ্দিন, নাজিম উদ্দিম, সুমন দে, যুবলীগ নেতা সোহেল, রিদুয়ান, নেজাম, পলাশ, জয়নাল মিয়াজী, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান উল্লাহ জিহাদী, সদস্য সচিব এনাম উদ্দিন রুবেল, ইউপি সদস্য লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুল গাফফার, শিহাবুল আলম সাহাবু, বেদারুল আলম, ফয়সাল মিয়া, বেলাল উদ্দীন প্রমুখ। গহিরা ইউনিয়ন আওয়ামীলীগের সি. সহ সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম জানান, গহিরা ইউনিয়নে অনুষ্ঠিত সমাবেশে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানে প্রায় পাঁচ হাজার লোক ওয়াদাবন্ধ হন।
Leave a Reply