সংযুক্ত আরব আমিরাতে রাউজানের মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত ১৭ মে বিকালে আবুধাবিস্থ খলিফা সিটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়া প্রবাসী রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র। দুই ছেলে মেয়ের এই পিতা প্রায় ১৫ বছর যাবত প্রবাসে চাকরী নিয়ে মোসাফ্ফাহ সানাইয়া নামক এলাকায় বসবাস করতেন। প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন জানান, প্রয়াত মহিউদ্দিনের শরীরে গত দুই বছর আগে ক্যান্সার রোগ ধরা পড়ে। মৃত্যু জেনেও পরিবারের কথা চিন্তা করে প্রবাসের কর্মস্থান ছাড়েননি। গত দুই মাস আগে তার মায়ের মৃত্যু হয়। ২০ মে সোমবার সকালে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আবুধাবি বানিয়াস মর্গ সংলগ্ন মসজিদ মাঠে। ২০ মে মঙ্গলবার ইয়ার এরাবিয়া একটি ফ্লাইটে মহিউদ্দিনের লাশ দেশে পৌঁছাবে। মরহুমের বড় ভাই মোহাম্মদ লোকমান তাঁর ভাইয়ের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply