আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাউজানের স্বনামধন্য সামাজিক সংগঠন ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা উদযাপন কমিটি গঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সংগঠনের সভাপতি ধীলন মুহুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিপলু দে দিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নেপাল কৃষ্ণ শীল, দীলিপ কুমার চক্রবর্ত্তী, কাজল বোস, চন্দন শীল, টিপু কান্তি দে, প্রদীপ শীল, তপন দে, অনুপ চক্রবর্ত্তী, দিপুল কান্তি দে, সাধন চক্রবর্ত্তী, ডা. নির্মল ভট্টচার্য্য, সনাতন বোস, চন্দ্র শেখর দে, প্রভাষ চক্রবর্ত্তী, রনজিৎ শীল, সমীর শীল, বাসু পালিত, রুপন দে, অনজন পালিত, সনজিত মজুমদার, সজিব চৌধুরী, মিঠু চৌধুরী, উজ্জ্বল দে, বাসু দে, বাপ্পু পালিত, পলাশ চক্রবর্ত্তী, অপু সেন প্রমুখ। সভায় অশোক পালিতকে সভাপতি, দিবাকর বোসকে সাধারণ সম্পাদক ও আশুতোষ দেকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উদয়াচল সংসদ পূজা উদযাপন পরিষদ ২০২৩ গঠন করা হয়।
Leave a Reply