রাউজানের পশ্চিম গুজরায় শতবর্ষী পুকুর ভরাট করার অপরাধে মোহাম্মদ শফি নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিদুয়ানুর ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। স্থানীয় সূতে জানা গেছে উপজেলা প্রশাসন ও এমপি’র নির্দেশ অমান্য করে রাতের আঁধারে বালু ফেলে শফির এই পুকুরটি ভরাট করার দায়িত্ব নেন প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান। সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিদুয়ানুর ইসলামের বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর বা জলাধার খুবই গুরুত্বপূর্ণ। অগ্নিকান্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানির উৎস হিসেবে জলাধার সংরক্ষণ জরুরি। যদি কেউ আইন অমান্য করে জলাশয় ভরাট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply