1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে রাউজান সদর ইউনিয়নের খানখানাবাদ সড়ক উদ্বোধন  রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকতে শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

সিরাতুল মোস্তাকিমের ঐশী দিশারী খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম(রা.)মাননীয় মোর্শেদে আজম মা.জি.আ.

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

যে যুগের ভয়াবহতা যত বেশি সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহপাক অনুগ্রহ করে প্রেরণ করেন। আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার যুগ প্রিয় রাসূল (দ.) এর আগমনে ইতিহাসের সর্বোচ্চ আলোকোজ্জ্বল সময়ে পরিণত হয়েছে। নবীজির পথে মতে ও মুহাব্বতে চলে যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় চির অম্লান রয়েছেন তাদের মধ্যে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অনন্য ও অপরিসীম মর্যাদায় সমাসীন।যিনি নব্য জাহেলিয়ত যুগে এসে মানুষকে এমনভাবে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এনেছেন যা স্মরণকালের মধ্যে অনবদ্য ও অনন্য। যুব সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটিয়েছেন বিস্ময়করভাবে। আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যুব সম্প্রদায় যখন চরম অবক্ষয়ের অন্ধকারে তলিয়ে যাচ্ছিলো ঠিক তখনই হযরত গাউছুল আজম (রা.) গাউছিয়তের কন্ঠে ঘোষণা দিলেন- “হে যুুবক! নামাজ পড়ো, রোজা রাখো, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়ো, মাতৃভূমি শান্ত করো”। এ আহ্বানে সাড়া দিয়ে যুবকেরা নফসানিয়ত অবদমিত করার তালিম পেয়ে ইনসানিয়ত অর্জনের জন্য এবাদত সাধনায় মগ্ন হয়েছে। তাদের রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ আদায়, মোরাকাবা, জিকিরে জলি, দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ আদায়সহ ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের অনুশীলনে জীবন গঠিত হচ্ছে নিখুঁত নবীপ্রেম ও গভীর তাকওয়ায়। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে শরীয়তকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয় যেখানে কুরআন ও সুন্নাহ বিরোধী কোন কার্যক্রম করার বিন্দু পরিমাণ সুযোগ নেই। এই দরবারের মহিলা অনুসারীরা আপন ঘরে বসে পর্দার বিঘœ না ঘটিয়ে তাওয়াজ্জুহ বিল গায়েব গ্রহণের মাধ্যমে তরিক্বতের কাজ করতে পারেন। যার জন্য পীর ছাহেবকে মহিলার সামনে যেতে হয় না বা কোন মহিলাকে পীর ছাহেবের সামনে আসতে হয় না। শুধু বাংলাদেশ নয় তাওয়াজ্জুহ বিল গায়েব এর অমূল্য নিয়ামত পুরো পৃথিবীতেই বর্তমানে বিরল। মহান আল্লাাহর দয়ায় ও নবীজির মেহেরবানিতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে এই অমূল্য নিয়ামত আজও বিরাজমান, আলহামদুলিল্লাহ।শুক্রবার (১৮ অক্টোবর) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান নোয়াপাড়া পথেরহাট চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট