1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম রাউজানে ব্যক্তি উদ্যােগে ১২ কোটি টাকায় ৪ কিলোমিটার আরসিসি ঢালায় সড়ক নির্মাণ কাজ শুরু। রাউজানে মে দিবস পালিত  হলদিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ,নৈরাজ্যকারীদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল হলদিয়ায় সন্ত্রাস,চাঁদাবাজ,নৈরাজ্যকারীদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট শিক্ষার্থীকে ২৬ লক্ষ টাকার বৃত্তির অর্থ প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৮তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’ আয়োজিত ২০২৩ পর্বের শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান গত ২৯ ফেব্রুযারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।ফটিকছড়ির আজিমনগরস্থ মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি, আওলাদে রাসুল (দ.) হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হযরত শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট দেশব্যাপী মানবিক কর্মকান্ড পরিচালনা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ট্রাস্টটি গতানুগতিক ধারার বাহিরে গিয়ে অনেক ইতিবাচক কাজ করেছে যা সত্যিই প্রশংসিত।অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকা প্রচার ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার পাশাপাশি মানবিক কর্মকান্ডের মাধ্যমে দেশ, জাতির কল্যাণে কাজ করছে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ.বি ইনস্টিন্টিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন ও ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। অতিথি ছিলেন ফটিকছড়ি নাজিরহাট পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী, রোসাংগিরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ নেওয়াজ, উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য বখতেয়ার সাঈদ ইরান।উপস্থিত ছিলেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যক্ষ আবু মোহাম্মদ, সাধারন সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদস্য তাজুল ইসলাম, মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মুহাম্মদ আবুল কাছেম, উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম।অনুষ্ঠানে ২০২৩ পর্বে সাধারণ খাতে স্কুল, কলেজ ও মাদ্রাসার ৪০১ জন এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীসহ মোট ৪৫৭ জনকে প্রায় ২৬ লক্ষ টাকার বৃত্তির অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট