1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মধ্যে হক কমিটির শরবত বিতরণ  রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট

স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে রাউজানে উন্নয়নের দৃশ্য।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

দুই যুগ আগেও সন্ত্রাসের জনপদ ছিল চট্টগ্রামের রাউজান উপজেলা। এ অশান্ত উপজেলা এখন শান্তি ও উন্নয়নের জনপদ হিসাবে পরিচিতি লাভ করেছে সারা দেশের মধ্যে। জানা যায়, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী অশান্ত এ জনপদকে শান্তি ও উন্নয়ন সমিদ্ধ রাউজান হিসাবে গড়ে তোলার একমাত্র কারিগড়। রাউজানকে এখন বলা হয় পিংক, গ্রীণ, ক্লিন ও সমৃদ্ধ উপজেলা। এক সময় এই উপজেলার  গ্রামীণ রাস্তা-ঘাট ছিল কাঁচা ও মেঠোপথ। এখন স্থানীয় সরকার ও প্রকৌশলী মন্ত্রনালয় (এলজিইডির) উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রাজানের গ্রামীণ রাস্তা-ঘাট। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান, গ্রাম ও পাড়া মহল্লা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয়রা জানান,বর্তমান সরকারের আমলে উন্নয়ন কর্মকা-ে পাল্টে গেছে এই উপজেলার চেহারা। বৃদ্ধি পেয়েছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদের নতুন ভবন, উপজেলা ভূমি অফিস সহ ৫টি উপ ভূমি অফিস, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বিভিন্ন হাট বাজার উন্নয়নসহ নোয়াজিষপুর নতুন হাটে সাড়ে ছয় কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে দু’তলা মার্কেট নির্মাণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ ২২টি পুকুরের পাকা ঘাট নির্মাণ করা হয়েছে। ১৪টি ইউনিয়নে ১৭০ টি সড়কের মধ্য ১৩০টি সড়কের মেরামত কাজ শেষ হয়েছে। এরমধ্যে ৩০টি সড়কের মেরামত কাজ চলমান রয়েছে। ছোট-বড় ২০টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানায়, গত তিন বছরে রাস্তা-ঘাটে ২১৫কোটি ৫৯ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে। গত তিন বছরে ছোট-বড় ১০০টি সড়কের মেরামত কাজ হয়েছে। ১৮ কোটি টাকার ব্যয়ে উরকিরচর ইউনিয়নে তিনটি সড়কের কাজ চলছে। ৩১কোটি টাকার টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে দু’ বড় সড়ক। এছাড়াও আরো ৩০টি সড়ক ২৫ কোটি টাকা বাস্তবায়নে দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, এ বছর সড়ক সড়ক সংস্কারের জন্য ২১কোটি টাকার উন্নয়ন কাজ চলমান ও অনুমোদিত রয়েছে। রাউজান হলদিয়া হচ্ছার ঘাট-ফটিকছড়ি খিরাম সর্তাখালের উপর ১২০ ফুট দৈর্ঘ্য ব্রিজ অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। স্থানীয়  সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্ঠায় এলজিইডির তত্বাবধানে এই উপজেলায় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। চলমান ও প্রক্রিয়াধীন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে এই উপজেলার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও যোগাযোগ ব্যবস্থা। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের অধীনে ৬শত ২৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম- রাঙ্গামাটি সড়কের চার লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বড় প্রকল্পের মধ্যে শেষ হয়েছে শহীদ জাফর সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, অদুদিয়া সড়ক। রাউজানে দৃশ্য উন্নয়নের মধ্যে রয়েছে উপজেলা ভবণ, কারিগরি টেকনিক্যাল কলেজ, রাউজান থানা ভবণ, হাইওয়ে নতুন থানা ভবণ, আইটি ভবণ, শিল্প নগর, ট্্রমা সেন্টার, ষ্টেডিয়াম নির্মাণ, পৌরসভা ভবণসহ অসংখ্য উন্নয়নে রাউজান সমৃদ্ধ উপজেলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট