রাউজান-ফটিকছড়ির সংযোগ সর্তা খালের উপর হচ্ছার ঘাট ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয় ।১৩ নভেম্বর সকাল১০ টায় এই ব্রিজের ফলক উন্মোচন করলেন এমপি এবি এম ফজলে করিম চৌধুরী।তিনি ফলক উন্মোচনের পর সর্তা চরে আয়োজিত জনসভায় যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, আমি মানুষের জন্য রাজনীতি করি, হানাহানির রাজনীতি করি না। এই শান্তির রাউজানের উন্নয়নের ধারা অব্যহাত রাখতে আগামি নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী করতে হবে। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম ও রুনু ভট্টাচার্য এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, এস এম বাবর, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, হচ্ছারঘাট সেতুর নির্মাণ ব্যয় হবে ২৪ কোটি ৬৬ লাখ টাকা। সেতুর দৈর্ঘ্য ও অ্যাপ্রোজ সড়কসহ ২ হাজার ফিট, প্রশস্ত ২৪ ফুট।
Leave a Reply