
রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক(বহুমূখি)উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলহাজ্জ মাহবুবুল আলম।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিতঃচশিবো/বিদ্যা/চট্র-উঃ(রাউ)/৭৮৬/৯৭(অংশ-১)/১৩৬৫(৩)তারিখঃ২৭/১২/২০২১ খ্রিঃ স্মারক মূলে ২বছরের জন্য ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়।এতে সভাপতি হিসাবে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ মাহবুবুল আলম সভাপতি নির্বাচিত হন।পদাধিকার বলে প্রধান শিক্ষক মুহাম্মদ নাসির উদ্দিন সম্পাদক/সদস্য সচিব থাকবেন। দাতা সদস্য নির্বাচিত হন আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান,সাধারন অভিভাবক সদস্য নির্বাচিত হন মোঃ বেলাল উদ্দিন (সাংবাদিক),শফিউল আলম,সামশুল আলম চৌধুরী,সূজন দে,(সংরক্ষিত মহিলা অভিভাবক)প্রতিনিধি শিরীন আকতার,শিক্ষক প্রতিনিধি মনোনীত হন মোঃ নুরুল ইসলাম,মোঃ ফরিদ মিয়া,তসলিমা আকতার চৌধুরী।
আলহাজ্ব মাহবুবুল আলমকে স্কুলের সভাপতি মনোনীত করায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন
আধুনিক রাউজানের রুপকার শিক্ষাবান্ধব সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলেরর প্রতি।
Leave a Reply