1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ   হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে থামছে না মাছ শিকার- উদ্ধার হলো ৫ কেজি কাতলা ৬৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম

হরতাল বিরোধী সমাবেশ আনোয়ারুল ইসলাম গাড়ি পুড়িয়ে অগ্নি সন্ত্রাস করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই

  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

বিএনপি-জামাতের দেশব্যাপী আগুন সন্ত্রাস ও হরতাল বিরোধী সমাবেশ করেছেন রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।গত ১৯ নভেম্বর রবিবার সকালে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মুন্সিরঘাটায় অবস্থান নেন। সেখানে তারা হরতাল বিরোধী শ্লোগান দিয়ে রাজপথ দখলে রাখেন সারাদিন। পরে মাস্টার দা সূর্যসেন চত্তরে অবস্থান নিয়ে এক হরতাল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক জিএস আনোয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, বক্তব্য রাখেন আওয়ামীল নেতা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তসলিম উদ্দিন, মুছা আলম খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, উপজেলা যুবলীগের সহ সভাপতি নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক তপন দে, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, মুন্সি মিজান, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা বেলাল হোসেন সিফাত, ছাত্রলীগ নেতা মো. আকাশ, মো. রিয়াদ, নাসির উদ্দিন, শ্রমিক নেতা বেদারুল আলম, জুয়েল চৌধুরী, মো. ওসমান, মো. দেলোয়ার, মো. রফিক, মো. ইমন প্রমুখ।প্রধান অতিথি আনোয়ারু ইসলাম বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্য প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহন মূলক হবে। কোন শক্তি নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন চৌধুরী বলেন, অবাধ ও সুষ্টু নির্বাচ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতার করবে আ. লীগ। পাশাপাশি রাজপথ দখলে রেখে উৎসব মুখর পরিবেশে নির্বাচ অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট