1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাউজান পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে

হালদা ও সর্তা ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে নদিমপুর গ্রামের মানুষ

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বর্ষা মৌসমে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর এলাকায় হালদা নদীর ভাঙনে মানুষের বসতবাড়ী ও ফসলি জমি গুলো বিলীন হয়ে নদীর পেটে চলে যাচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছে নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর গ্রামের কয়েক’শ পরিবার। হাটহাজারী গুমান মর্দ্দন ইউনিয়নের অংশের মানুষদের জন্য পাথর ব্লকে বসিয়ে নিরাপদ করা হলেও নদীর রাউজানের নোয়াজিষপুর অংশে অনেক এলাকার মানুষ এখন ভাঙ্গনে পড়ে বাড়ি ঘর হারানোর আশঙ্কা মধ্যে রয়েছে। তাদের অনেকের ফসলি জমি নদীর পেটে চলে গেছে।সরেজমিনে দেখা গেছে, নদীর হাটহাজারী অংশে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে পাথর ব্লক বসিয়ে দীর্ঘ বেরিবাঁধ নির্মাণ করায় ভাঙন রোধ সম্ভব হয়েছে। কিন্তু রাউজানের নোয়াজিষপুর অংশে সেই ধরনের স্থায়ী কোনো বাঁধ বা সুরক্ষা ব্যবস্থার দেখা মেলেনি। হালদা ভাঙনে চরম হুমকিতে রয়েছে নদিমপুর ইন্দিরাঘাট বাজারসহ নদিমপুর গ্রামের কয়েক’শ পরিবারের বসতবাড়ী। হালদা নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। রোববার দুপুরে নদিমপুর গ্রামের শতাধিক লোকজন এই ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানান। স্থানীয় বাসিন্দা এনামুল হক কাঁপা গলায় বলেন, হালদার গর্ভে এক একর জমি গেল, এখন শেষ সম্বলটুকুও পড়ার পথে। এভাবে চলতে থাকলে আমরা রাস্তায় দাঁড়ানো ছাড়া উপায় দেখছি না।স্থানীয়রা জানান, নদিমপুর ইন্দিরাঘাট বাজার থেকে তৈলপালি খালের ব্রিজ পর্যন্ত হালদা পাড়ে দেড় কিলোমিটার বাঁধ নির্মাণ করা না হলে শীঘ্রই নদিমপুর আশেপাশের এলাকা মানচিত্র থেকে মুছে যাবে। নদী গর্ভে বিলিন হয়ে যাবে গ্রামটি। অবিলম্বে হালদা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা। শুধু হালদা নয়, নোয়াজিষপুর নতুন হাট বাজার থেকে চিকদাইর হক বাজার পর্যন্ত সর্তা খালের ভাঙনেও চরম হুমকিতে রয়েছে অন্তত ২০টি গ্রাম। প্রতি বছর বর্ষা ও পাহাড়ি ঢলে ফসলি জমি, ঘরবাড়ি ও গ্রামীণ সড়ক চলে যায় পানির নিচে।রোববার দুপুরে হালদা ও সর্তা খাল ভাঙন কবলিত নোয়াজিষপুর, নদিমপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে আসেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফ উদ্দিন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক ও সমাজসেবক সেলিম উদ্দিন, রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন, বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী ,এরশাদুল ইসলাম, গিয়াস উদ্দীন, নুরুল আসলাম কায়সার, যুবদল নেতা ফয়সাল হোসেন, সরোয়ার সাহেদ, তৌহীদ, আবু আহমদ, মোহাম্মদ বাবু, তারেক, গিয়াসউদ্দীন মুন্না, রুবেল, গাজী মোরশেদ, মোঃ সুমন, সুজন নূর আলী, দোস্ত মোহাম্মদ, ফজল করিম, মোঃ মামুন,সবুর সওদাগর, বাসেক, রাশেদ, সজিব, আরমান, জাহেদ, মোহাম্মদ সফিউল বশরসহ স্থানীয় নেতৃবৃন্দ।নদীপাড়ের মানুষগুলোর চোখে এখন একটাই আশা,একটি বাঁধ, যা তাদের বাঁচাবে এই নিঃশব্দ বিলয় থেকে।এলাকাবাসী দ্রুত হালদা নদী ও সর্তা খালের ভাঙনরোধে কার্যকর ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট