1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী রাউজান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার-২ রাউজানে বিবাহের ২৫ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী ও সম্পাদক নওশাদ চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোস্যাল ক্লাব ওমানে গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট

১৩ এপ্রিল ভয়াল দিন ছিল রাউজানের কুন্ডেশ্বরী, জগৎমল্ল পাড়া, ঊনসত্তর পাড়া ও পাহাড়তলী

  • প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৫৬৬ বার পড়া হয়েছে

গতকাল ১৩ এপিল ছিল রাউজানে পাকাহানাদার বাহিনী ও রাজাকার আলবদরদের হত্যাযজ্ঞের দিন। পাক হানাদার বাহিনী ও রাজকারদের হাতে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মরণে স্বজনেরা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন। তারা শহীদদের জন্য নির্মিত স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে থাকেন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সময় স্বাাধীনতার স্বপক্ষে থাকা লোকজনের উপর এই হত্যাযজ্ঞ চালায়। তখন ঘরবাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তখন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট ও মা বোনের সভ্রম হানির ঘটনাও সংগঠিত করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক পাক হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তাদের পরিবার পরিজন নিয়ে রাউজানের পুর্ব গহিরা কুন্ডেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছিল। কুন্ডেশ্বরী ঔষধালয়, কুৃন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, বালিকা বিদ্যা মন্দির, কুন্ডেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের আশ্রয় দেয়। পাক হানাদার বাহিনীর সদস্যরা রাজাকার আলবদর বাহিনীর সহায়তায় রাউজান আসার সংবাদ পেলে কুন্ডেশ্বরী ভবনে আশ্রয় নেওয়া শিক্ষক পরিবার ও নতুন চন্দ্র সিংহের পুত্র পরিবারের অন্য সদস্যরা রাউজান থেকে পায়ে হেটে ফটিকছড়ি ও রামগড় হয়ে ভারতে চলে যেতে বাধ্য হয়। ভারতে চলে যাওয়ার সময়ে নতুন চন্দ্র সিংহকে তাদের সাথে চলে যেতে বললে তিনি কুন্ডেম্বরী মাতৃমন্দির ছেড়ে কোথায় যাবেনা বলে কুন্ডেশ্বরী ভবনে থেকে যায়। ৭১ সালের ১৩ এপ্রিল সকালে পাকহানাদার বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধীর মামলার রায়ে মৃতুদন্ড দেওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাউজানের গহিরা বিশ্বাস বাড়ীতে হানা দেয়। তখন বিশ্বাস বাড়ীর কয়েকজন নারী পুরুষকে হত্য্ াকরে। সেখানে হত্যাকান্ড চালিয়ে পাকহানাদার বাহিনীর সদস্যরা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ রাজাকারদের নিয়ে কুন্ডেশ্বরী ভবনে প্রবেশ করে। সেখানে নতুন চনদ্র সিংহের সাথে কখা বলে চলে যাওয়ার সময় আবারো ফিরে এসে মাতৃমন্দিরে প্রার্থনারত অবস্থায় নতুন চন্দ্র সিংহকে গুলি করে হত্যা করে। তার লাশ মন্দিরের সামনে ফেলে তারা চলে যায় । একই দিন রাউজানের জগৎ মল্লপাড়া এলাকায় হানা দিয়ে ৩৭ জন নারী পুরুষকে লাইন ধরিয়ে ব্রাশ ফায়ার করে হত্যাযজ্ঞ চালায়। একই দিন প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও সুলতানপুর ছিটিয়া পাড়া, চিকদাইর, রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া এলাকায় পাকহানাদার বাহিনীর সদস্যরা রাজাকার আলবদর বাহিনীর সদস্যদের সহায়তায় হত্যাযজ্ঞ চালিয়ে কয়েক শতাধিক নারী পুরুষকে নির্বিচারে হত্যা করে। রাউজানের পাহাড়তলী ইউনিরয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর আওয়ামী লীগ নেতা মরহুম জহুর আহম্মদ চৌধুরীর পুত্র সাইফুউদ্দিন কালেদ চৌধুরী সহ কয়েকজন মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সাথে সম্মূখ যুদে।দ শহীদ হন। ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা বোনের সভ্রম হানির বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও স্বাধীনাতা বিরোধী সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামীকে এ স্বাধীন বাংলাদেশের মন্ত্রী করা হয়। গতকাল ১৩ এপ্রিল বুধবার সকালে রাউজান কুন্ডেশ্¦রী ভবনে নতুন চন্দ্র সিংহের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করেন নতুন চনদ্র সিংহের দৌহিত্র রাজিব সিংহ, বাসুদেব সিংহ,।কুন্ডেশ্¦রী ঔষধালয়ের কর্মকর্তা, কর্মচারী, কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, কুন্ডেশ্¦রী বালিকা বিদ্যালয়, কুন্ডেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ্ব স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ নতুন চন্দ্র সিংহের ভার্স্কযে পুস্পস্তবক অর্পন করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট