করোনাকাল থেকে শুরু করে বন্যা-ঘুর্ণিঝড় সহ দেশের মানুষের বিপদের মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মানবিক তরুণ ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল শীর্ষে। কদিন আগে রাজধানীর মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী সাদামাটাভাবে তার আকদের কার্যক্রম সম্পন্ন হয়৷ তার বিয়ের কাবিননামায় মোহরানা কত ছিল? এ নিয়ে জানার আগ্রহ অনেকেরই।
অনুসন্ধান করে জানা যায়, বর্তমান যুগে যখন অতিরিক্ত কাবিন বা মোহরানার কারণে মারাত্মক ব্যাধির ন্যায় ছড়িয়ে বিয়েকে দিনের পর দিন কঠিন করে তোলা হচ্ছে, ঠিক সেসময় ফারাজ করিম চৌধুরী দেশের একজন জনপ্রিয় তরুণ ও এমপি পুত্র হয়েও সম্পূর্ণ ইসলামিক শরীয়াহ অনুযায়ী মোহরে ফাতেমী বা হযরত মা ফাতেমা (রাঃ) এর যে মোহরানা ছিল, সে অনুযায়ী পাঁচশ দিরহাম তথা ১৩১.২৫ ভরি খাঁটি রুপা অথবা এর বাজারমূল্য (২,৮০,০০০ টাকা) নগদ মোহরানা পরিশোধের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন। বর্তমান যুগে এটি সকলের জন্য অনুকরণীয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করে আসছেন সর্বস্তরের জনসাধারণ।
Leave a Reply