রাউজান পৌরসভার ৭নম্বার ওয়ার্ডে সাতশত কার্ডদারী পরিবার পেল টিসিবির ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য। গতকাল বৃহস্পতিবার সকালে টিসিবির এ পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ব্যবসায়ী স্বপন দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা আরফাত হোসেন। বাজার মুল্য থেকে কম দামে এলাকার নারী পুরুষ লাইন ধরে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়। এতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল কিনছেন মাত্র ৪৭০ টাকায়। কাউন্সিলর আজাদ হোসেন জানান, সরকার গরীব ও মধ্যবৃত্তদের কথা ভেবে টিসিবির মাধ্যমে এ কার্যক্রম চালু করেছেন। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পুরো রাউজানে এই কার্যক্রম অব্যহত রয়েছে।
Leave a Reply