পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে রাউজানে। বুধবার (১ জানুয়ারি) সকালে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাওয়ার পর বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠে। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর শওকত হাসান।পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জেবুন্নেছা বেগম,আলহাজ্ব নুরুল আমিন,সালাহউদ্দিন, মোমেন শরীফ, শওকত মহসিন, ইকবাল হোসেন, শিক্ষক জাহানারা বেগম, রোজিনা আকতার, ফাহমিদা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, সীমা দাশ ও শুদ্ধশীল বড়ুয়াসহ অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।স্কুলের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাচ্চাদের বিনামূল্যে বই দিচ্ছেন এটা আমাদের জন্য আনন্দের ও গৌরবের। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উদ্দীপনা নিয়ে আরও ভালো করবে। লেখা পড়ায় মনোযোগী হয়ে আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।
Leave a Reply