বিজিএপিএমইএ পরিচালক পদে চট্টগ্রাম অঞ্চলে জসিম-ইকবাল পরিষদের পূর্ণ প্যানেলে জয়
প্রকাশিত:
সোমবার, ৮ নভেম্বর, ২০২১
৪৫৭
বার পড়া হয়েছে
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স এন্ড এক্সপোর্টস এসোসিয়েশনের (বিজিএপিএমইএ)-এর কার্যকরী পরিষদের পরিচালক পদে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনে (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) জসিম উদ্দিন চৌধুরী ও মো. ইকবাল সমর্থিত প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। চট্টগ্রামের পাঁচ পরিচালক পদের নির্বাচনে পাঁচটিতেই জয় পেয়েছে এই প্যানেল।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নির্বাচিত পাঁচ পরিচালক হলেন মোহাম্মদ বেলাল, মো. শহীদুল ইসলাম চৌধুরী, মো. ইকবাল পারভেজ, মো. এনামুল হক (এনাম), মো. আবদুল ওয়াজেদ সোহেল।
এদিকে নির্বাচনের পরপরই বিজয়ীদের শুভেচ্ছা জানান নির্বাচিত প্যানেলের সদস্য সচিব মোহাম্মদ নাছির উদ্দিন।
Leave a Reply