রাউজানে মুজিববর্ষ সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাউজান কলেজ মাঠে জমকালো আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, ক্রীড়া সংগঠক সুমন দে’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিজেকেএস’র সহ-সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড’র ভাইস-চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, ওসমান গণি রানা। খেলায় ০-১ গোলে রাঙ্গুনিয়া একাদশকে হারিয়ে সেমি ফাইনালে খোলার গৌরব অর্জন করেন রাউজান একাদশ।
Leave a Reply