
চট্টগ্রামের,রাউজান উপজেলায় পৃথক অভিযানে ২৫০ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাউজান থানা পুলিশ।জানা যায় ২ ফেব্রুয়ারি সকাল ০৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই জয়নাল আবেদীন সংগী ফোর্সসহ রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নস্থ পথের হাট বাজার মক্কা হোটেলের সামনে চট্রগ্রামমুখী একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি করে আসামি সিএনজি ড্রাইভার মো: সাজ্জাদ হোসেন জুয়েল(২০) পিতা- মিজান হোসেন, মাতা- ছেনুয়ারা বেগম সাং- কদমতলী,জাহাঙ্গীর মেম্বারের বাড়ি,০১ নং ওয়ার্ড, কদমতলি ইউপি, থানা- রাংগুনীয়া চট্রগ্রামকে ২০০লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উদ্ধার করা হয়। এ ছাড়া গত ১ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক ১১:২৫ ঘটিকার সময় এস আই সাব্বির আহমেদ সংগী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌরসভার ০৯ নং ওয়ার্ডস্থ রাবার বাগান মসজিদের দক্ষিণ পার্শ্বে চট্রগ্রাম – রাংগামাটি সড়কের উপর হতে আসামী মোঃ আবুল কাশেম (৪১) পিতা- সালেহ আহাম্মদ মাতা- হাজেরা বেগম সাং- জানিপাথর,চৌধুরী বাড়ি,০৯ নং ওয়ার্ড, ০১ নং হলদিয়া ইউপি রাউজান,চট্রগ্রামকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উদ্ধার করেন।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন আসামীদের বিরুদ্ধে রাউজান থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply