রাউজান পৌরসভাকে অবর্জনামুক্ত পরিষ্কার” উপশহর গড়ার কাজে অংশ নিয়েছে পৌর এলাকার স্কুল কলেজ, মাদরাসার পাঁচ শতাধিক রোভার স্কাউট ও গালর্স গাইড সদস্য । গতকাল ১১ মার্চ শুক্রবার নিজেদের এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট বর্জ্য জমাদানের এক কর্মসূচিতে এসে দুই হাজার অপচনশীল বজ্যের বস্তা জমা দেয় স্কাউট ও গালর্স গাইড দল। রাউজান সরকারি কলেজ মাঠে এই ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেয় পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। স্কাউট ও গালর্স গাইড এর এই কর্মসূচির কথা শুনে কলেজ মাঠে আসেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি পরিচ্ছন্ন রাউজান গড়ার কাজে স্কাউট ও গালর্স গাইড সদস্যদের একাজে অংশ নেয়ায় প্রশংসা করেন। এই কর্মসূচি চালু রাখতে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজকে পরামর্শ প্রদান করেন। দুপুরে বজ্য গ্রহন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফজলে করিম ফাউণ্ডেশনের চেয়ারম্যান সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন ঐতিহাস ঐতিহ্যের লালন ভুমি রাউজান। ইতিমধ্যে রাউজান খ্যাতি পেয়েছে গ্রীণ,পিংক ও ক্লিন উপজেলা হিসাবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই পৌরসভাকে সবচাইতে উন্নত,পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন পৌরসভার স্বীকৃতি আদায় করার। তিনি স্কাউট ও গালর্স গাইড সদস্যদের প্রতি মাদক, অপরাধমুক্ত সমাজ গড়তে জনচেতনতামুলক কাজে অবদান রাখার আহ্বান জানান। মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, মেয়র প্যানেল বশির উদ্দিন খান, এড. সমীর দাশগুপ্ত, কাউন্সিলর এড.দীলিপ চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ, রাউজান আরআরএসি সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply