1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল 

চট্টগ্রামে বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের নতুন স্থায়ী অফিস উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ব্যবসা-বাণিজ্যের অন্যতম সংগঠন বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের (বিএসএএ) নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। ১৫ই মার্চ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে মক্কা-মদিনার ট্রেড সেন্টারে তৃতীয় তলায় এসোসিয়েশনের নিজস্ব স্থায়ী অফিস উদ্বোধন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোঃ আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেকে কেটে নতুন দপ্তর উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি।
অ্যাসোসিয়েশনের নতুন স্থায়ী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান বলেন, “করনা পরবর্তীকালে গত বছর চট্টগ্রাম বন্দর সর্বোচ্চসংখ্যক জাহাজ ও কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এই কৃতিত্ব কেবলমাত্র বন্দর কর্তৃপক্ষের নয়। বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনও এই কৃতিত্বের অংশীদার। আমরা বাংলাদেশি শিপিং এজেন্ট এসোসিয়েশনকে সকল ধরনের সুযোগ-সুবিধা দিয়ে সেবা প্রদানে প্রস্তুত আছি। ”
অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোঃ আরিফ বলেন, “চট্টগ্রাম বন্দরের উন্নয়ন তথা দেশের উন্নয়নের ও অর্থনীতির চাকা সচল রাখতে আমরা চট্টগ্রাম বন্দরের সাথে ছিলাম আছি এবং থাকব। ”
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের উদ্যোগে বিশাল আয়োজনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের ২৭০৫ বর্গফুট নিজস্ব জায়গায় নবপ্রতিষ্ঠিত দপ্তরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাণিজ্য সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং এসোসিয়েশনের সকল সদস্য এজেন্টদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যায় নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট