1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী রাউজান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার-২ রাউজানে বিবাহের ২৫ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী ও সম্পাদক নওশাদ চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোস্যাল ক্লাব ওমানে গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন।

  • প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪৮৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান চট্টগ্রামের সীতাকুন্ডের শীতলপুর এলাকায় অবস্থিত বেসরকারি আইসিডি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লে. কর্ণেল মোস্তফা আরিফ-উর রহমান খান, পরিচালক (পরিবহন) এনামুল করিমসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্তিত ছিলেন।

পরির্দশনকালে বন্দর চেয়ারম্যান বিএম কনটেইনার ডিপোর ফায়ার ফাইটিংসহ অন্যান্য সকল নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত কনটেইনারের পাশ থেকে অন্যান্য অক্ষত কনটেইনারসমূহ একটি আলাদা জোনে রাখার জন্য নির্দেশনা দেন। বিএম কনটেইনার ডিপোতে এই মুহূর্তে অপারেটরের স্বল্পতা থাকায় বিকডাকে অন্যান্য ডিপো থেকে অপারেটর সরবরাহ করে অক্ষত কনটেইনারগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

ডিপোতে ইকুইপমেন্টের স্বল্পতা থাকলে তিনি চট্টগ্রাম বন্দর থেকে ইকুইপমেন্ট পাঠিয়ে সার্বিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ ছাড়া বন্দর চেয়ারম্যান উক্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ও র‌্যাবকে অনুরোধ জানান।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করার জন্য চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারকে আহ্বায়ক করে বন্দরের উপ-পরিচালক (নিরাপত্তা) ও কাস্টমসের একজন প্রতিনিধিকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট