দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর চর কেটে ইটভাটায় মাটি যোগান দেয়ার অপরাধে শান্তি ব্রীকস নামে একটি ইটভাটা মালিককে ২ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের পশ্চিম আবুরখীল গ্রামের হালদা নদী সংলগ্ন শান্তি ব্রীকসে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্র্র্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার এ দণ্ডাদেশ দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশানার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। দণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিকের নাম হিরণময় বড়ুয়া। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্র্র্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার বলেন, ‘হালদা নদীর চরের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা যাতে হালদা নদীর মাটি ব্যববারসহ কোনো অপরাধ না করে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
Leave a Reply