রাউজানে মো. মানিক (৩৭) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি এলজি ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গত রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক ওই এলাকার নেওয়াজ গাজীর বাড়ির মৃত ফোরক আহমেদ ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল হারুনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র’সহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ী’কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে । ১৯ সেপ্টেম্বর সোমবার আসামি মানিক’কে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply