প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাউজান পৌরসভা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাউজান মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী৷ বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শওকত হাসান, মহিলা কাউন্সিলর জেবুন্নেসা, সহ-দফতর সম্পাদক মিলন ঘোষ, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী টিপু, কার্যকরী সদস্য টিপু কান্তি দে, মো. আলী, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন তপন দে, সাবের হোসেন, জিয়াউল হক রোকন, কে এম আব্দুল্লাহ আল মতিন, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, ওয়াহেদ বাবলু, সেলিম উদ্দিন, মৃদুল কান্তি দাশ, মো. আইয়ুব, নুরুল আমীন সওদাগর, মোরশেদ আলমসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান কাদের। একই অনুষ্ঠানে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply