1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২১ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে খুনের মিথ্যায় মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছে বিএনপি নেতা মহিউদ্দিন জীবন রাউজান প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্টিত তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মধ্যে হক কমিটির শরবত বিতরণ  রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ  

রাউজানে ২২তম বিশাল জসনে জুলুছ অনুষ্টিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২২তম জসনে জুলুছ মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্টিত হয়েছে। বিশাল এ জুলুছের নেতৃত্ব দেন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)। সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে মাওলানা দোস্ত মোঃ সড়ক, আমিরহাট বাজার, হযরত এয়াছিনশাহ সড়ক, হযরত এয়াছিনশাহ চত্বর (সেবাখোলা),শহিদ জাফর সড়ক হয়ে প্রায় দীর্ঘ ৮ কিঃ মিঃ জুড়ে জুলুছটি জানিপাথর জামে মসজিদ ময়দানে ওয়াজ, বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।
সকালে ব্যানার, ফেস্টুন, কালেমা ও দরুদ সম্বলিত প্লেকার্ড, হাতে নিয়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ (স.), নারায়ে গাউছ, এয়া গাউছুল আযম দস্তগীর, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (স.) স্লোগানে স্লোগানে মূখরিত ছিল সমগ্র এলাকা। জাতীয় পতাকা ও কালেমা, দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে হালকায়ে জিকির ও নাতে মোস্তফার প্রকম্পিত আওয়াজে আগাতে থাকে জুলুছের রেলী। রাস্তার দাড়ে শত-শত মানুষ এমনকি পর্দার আড়াল বিভিন্ন বাড়ী, মহল্লা ও বিল্ডিং এর ছাদ থেকে মা-বোনরা জুলুসকে স্বাগত জানান। স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ কয়েক হাজার আশেকে রাসুল জুলুছে যোগদান করে নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। গাউছিয়া কমিটি সহ বিভিন্ন ত্বরিকত সংগঠনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে দেওয়া হয় শরবত বণ কলা পাউরুটি সহ খাদ্য সামগ্রী।
জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে এবং মহাসচিব আলহাজ্ব মাহবুবুল আলমের সঞ্চালনায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌঃ বাবুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থায়ি কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বি। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের চৌঃ,আওয়ামীলীগ নেতা এস এম বাবর, আল্লামা সাইদুল আলম খাকী, আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী, অধ্যাপক অহিদুল আলম জাফর, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব হামিদী, আল্লামা ইদ্রিছ আনসারী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, আল্লামা মনসুর উদ্দিন নিজামি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা আহমদ হোসেন রেজভী, মাওলানা নাসির উদ্দিন, সাংবাদিক এম বেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী মেম্বার, শাহাজান মেম্বার, মেম্বার ফিরোজ, মেম্বার তহিদুল আনোয়ার, গিয়াস মেম্বার, মুঃ ফোরখান চৌঃ, যুবলীগ নেতা মোঃ মনসুর, হাসান মুরাদ রাজু, তসলিম উদ্দিন, সাইফুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর, মাওলানা জাফর আলম নুরী, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান, সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা জিয়াউল্লাহ, মাওলানা মোরশেদ রেযা, মোঃ মমতাজ, মাওলানা ছালামত রেযা কাদেরী, প্রবাসী মাওলানা সালাউদ্দিন, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা জিলহাজ্ব, মাওলানা ইকবাল, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মুহাম্মদ জাবেদ, মাওলানা ওসমান গণী কাদেরী, মাওলানা জোনায়েদ, নাজিম উদ্দিন ভান্ডারী প্রমুখ।
এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট