রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সম্মেলন শেষ করতে হবে। এরপর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কৃষক লীগ এমন একটা সংগঠন যার নেতৃত্ব দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়েছিল। গ্রাম পর্যায়ে কৃষকদের তিনি সুসংগঠিত করেছেন। মুক্তিযোদ্ধে কৃষক লীগের ভূমিকা ছিল সম্মূখ যুদ্ধের সারিতে। তিনি ১৬ অক্টোবর রবিবার একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে দুপুরে রাউজান উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা আওয়ামীলীগর সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের যৌথ সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক আলহাজ আকবর আলী চৌধুরী, প্রধান আলোচক ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সহ সভাপতি কাজী ইকবাল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ। সম্মেলনে আজগর আলী চৌধুরীকে সভাপতি ও তছলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পৌরসভা কৃষকলীগের পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply