1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২১ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে খুনের মিথ্যায় মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছে বিএনপি নেতা মহিউদ্দিন জীবন রাউজান প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্টিত তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মধ্যে হক কমিটির শরবত বিতরণ  রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন  রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তীব্র গরমে অতিষ্ঠ রাউজানে জনজীবন-প্রাণ জুড়াচ্ছে শরবত রাউজানে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক ঝুমকায় তবলার কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ  

চট্টগ্রামে বাংলালিংকের নেটওয়ার্ক কভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি দ্বিগুণ গতির ইন্টারনেট পাবে গ্রাহক

  • প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে

দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বাংলালিংক। যার ফলে বাংলালিংক গ্রাহকরা উপভোগ করবেন দ্বিগুণ গতির ইন্টারনেট।
গত ১৬ অক্টোবর (রবিবার) চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন বাংলালিংক কতৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ সম্প্রসারণের জন্য বাংলালিংক-এর চলমান উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমরা গত কয়েক বছরে চট্টগ্রামে যে প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলেছি, সেটিকে এই ধরনের উদ্যোগ আরও মজবুত করবে। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলালিংক এভাবে চট্টগ্রামকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিতে সহযোগিতা করে যাবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরটি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন,
হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরটি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদান করে বাংলালিংক ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে। দেশের সব প্রান্তে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করার জন্য সরকারের যে লক্ষ্য, সেটির সাথে বাংলালিংক-এর এই প্রচেষ্টা সামঞ্জস্যপূর্ণ। আমরা বাংলালিংক-এর ধারাবাহিক সাফল্য কামনা করছি এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি।”
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গতবছর দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম হাতে নেয় বাংলালিংক। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে নেটওয়ার্ক কভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বাংলালিংক। এছাড়া চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংক-এর ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে। এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
সংবাদ সম্মেলন শেষে চসিক মেয়র বাংলালিংক-এর কিয়স্ক পরিদর্শন করেন এবং এর দ্রুততম মোবাইল ইন্টারনেট ও ডিজিটাল সার্ভিস টফি, হেলথ হাব ও অ্যাপলিংক ব্যবহার করে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট