চট্টগ্রমের ঐতিহ্যবাহী রাউজান কুণ্ডেশ্বরী ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুণ্ডেশ্বরী মায়ের বাৎসরিক পূজা। গতকাল ১ নভেম্বর পূজা উপলক্ষে পূজার অধিবাস অনুষ্ঠিত হয়। আজ বুধবার মন্দিরে মায়ের পূজার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পালন করা হবে দিনপ্যাপী নানা অনুষ্ঠান।এ উপলক্ষে কুণ্ডেশ্বরী ভবন আলোক সজ্জায় সাজানো হয়েছে।প্রতি বছর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটে কুণ্ডেশ্বরী মায়ের পূজাকে সামনে রেখে। এখানে বসে গ্রামীণ মেলা। মেলায় বাঙ্গালী সংস্কৃতির হস্তশিল্প,নাগর দোলা ও খেলনার দোকান আগতদের জন্য আরো একটি প্রধান আকর্ষন। বিশাল মাঠ জুড়ে কুণ্ডেশ্বরী ভবনের পক্ষ থেকে বিশ হাজার মানুষের জন্য মহ প্রসাদের আয়োজন করা হয়েছে। কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপক বাসুদেব সিংহ জানান, প্রতি বছরের ন্যায় নানা কর্মসূচীর মাধ্যামে অনুষ্ঠিত হবে কুণ্ডেশ্বরী মায়ের পূজা। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের পরিচালক রাজিব সিংহ জানান, কুণ্ডেশ্বরী মায়ের পূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া এক হাজার সেচ্ছাসেবক কাজ করবে আগত পূণ্যার্থীর সেবাই।
Leave a Reply