1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি রাজনীতি:সংকট ও আশার প্রতিচ্ছবি গোলাম আকবর খোন্দকারঃ সাফায়েত হোসেন রাকিব। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে মিলাদ মাহফিল  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা  মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

রাউজানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে এখন গড়ে উঠেছে ফল-ফুলের বাগান

  • প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

রাউজানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে ছাদ বাগান। এসব ছাদ বাগানে টবে রোপন করা হয়েছে ফল,ফুলের গাছ। শিক্ষক শিক্ষার্থীরা এসব চারা গাছের পরিচর্যা করছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস জানিয়েছে রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ইতিমধ্যে ফল ফুলের বাগান করা হয়েছে। এই রকম ছাদ বাগান করার হয়েছে ৫৯টি উচ্চ বিদ্যালয় ও ৯টি কলেজের ছাদেও। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ কলেছেন তিনি বিশাল আয়তনের পৌর সভার ছাদে দেশি বিদেশি ফল ফুলের চারা লাগিয়েছেন। সেখানে এখন কিছু কিছু গাছে ফল ফুল আসতে শুরু করেছে। এই ছাদ বাগান পরিদর্শন করেছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পরিদর্শন করতে এসে তিনি আশা প্রকাশ করে বলেছেন সঠিক ভাবে পরিচর্যা করা হলে এসব বাগান থেকে উৎপাদিত ফল মুল স্ব স্ব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের চাহিদা পূরণ হয়ে বাইরের মানুষ খেতে পারবে। রাউজান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ বলেছেন প্রতিদিন শিক্ষার্থীরা চারা গাছে পানি দিয়ে পরিচর্যা করছে। বিনাজুরী হরিপদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাজিব চৌধুরী বলেছেন তার বিদ্যালয়ে ছাদ বাগান করতে এমপি ফজলে করিম চৌধুরী যাবতিয় সহায়তা দিয়েছেন। এই বাগান করতে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। উল্লেখ্য, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ইতিমধ্যে উপজেলার প্রতিটি রাস্তা ও গলির উভয় পাশে লাগানো গাছে চারা থেকে নানা জাতের ফল পাওয়া যাচ্ছে। এসব গাছ থেকে উৎপাদিত ফল স্থানীয়রা ভোগ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট